শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
রোববার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই অলক বিহারী গুণসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার মৌলভীবাজার রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. আলাল (৫৫) কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আলাল হবিগঞ্জ জেলার বানিয়চং উপজেলার সুজাতপুর গ্রামের ছন্দু মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল শহরের উকিলবাড়ী রোডের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আলাল একজন পেশাদার মাদক কারবারি। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.