শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথবাহিনীর অভিযানে ১৭৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার হয়েছে। এসময় অবৈধ ভাবে চিনি আমদানির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে সেনাবাহিনীর মেজর মেজবাহ এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌর এলাকার সেন্ট্রাল রোডস্থ মেসার্স মকবুল ট্রেডার্স নামক একটি দোকান থেকে এসব চিনি উদ্ধার করা হয়। তখন অবৈধ চিনি সংরক্ষণের অভিযোগে মো. মকবুল হোসেন (৪৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মকবুল হোসেন শহরতলীর মুসলিমবাগ এলাকার মো. মুসলিম মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত মকবুলের দেওয়া তথ্যমতে পোস্ট অফিস রোডস্থ হাজী শের আলী মার্কেটের ৬ নম্বর রুমের ভিতর থেকে ১২০ বস্তাসহ মোট ১৭৩ বস্তা চিনি উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।
পুলিশ জানায় উদ্ধারকৃত চিনির বর্তমান বাজার মূল্য ৯ লক্ষ ৮ হাজার ২৫০টাকা।
শ্রীমঙ্গল থানার এসআই মো. মিয়া নাসির উদ্দিন আহম্মেদ জানান, জাল জালিয়াতি করে সেনাবাহিনীর লগোযুক্ত গেইট পাশ-রেশন বিক্রয় রশিদ ও সেনাবাহিনীর লগোযুক্ত ভূয়া প্রাধিকারপত্র তৈরী করে চোরাচালানের মাধ্যমে উদ্ধারকৃত চিনি বাংলাদেশে আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে রোববার বিকেলে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.