সিলেট ব্যুরো //
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলার ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি নির্বাচিত হওয়ায় হাজী তাজরুল ইসলাম তাজুলকে ফুলেল শুভেচছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) তাজুল ইসলামের দক্ষিণ সুরমা বাইপাস অফিসে তাকে ফুলেল শুভেচছা জানান বিএনপি নেতারা। এসময় উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাজী নানু মিয়া, রোশন খান, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ওয়েছ খান কয়েছ, উপজেলা বিএনপি নেতা ফজলু, সিলাম ইউনিয়ন বিএনপি নেতা শাহ বদরুল, লালাবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশিক মিয়া, সাধারণ সম্পাদক হাজী কাউসার আহমদ, কৃষক দলের সাংগঠনিক মঈন উদ্দিন, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী পাবেল, যুবদল নেতা রেজাউল হক সায়েম, পায়েস আহমদ, মেহেদী হাসান, সেবুল আহমদ, মিলন আহমদ প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে লালাবাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পরিবহন নেতা তাজুল ইসলাম। তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিক ভাইদের ন্যায্য দাবী আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনগুলোতে সিলেটের পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে পারবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.