• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট-তামাবিল মহাসড়কে পাথর বোঝাই চাপা ট্রাক থেকে প্রায় ২ কোটি টাকার কাপড় জব্দ: আটক ২

admin
প্রকাশিত ০১ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ১৫:৩৭:৪৮
সিলেট-তামাবিল মহাসড়কে পাথর বোঝাই চাপা ট্রাক থেকে প্রায় ২ কোটি টাকার কাপড় জব্দ: আটক ২

স্টাফ রির্পোটার, সিলেট থেকে //


সিলেট-তামাবিল মহাসড়কে এবার পাথর বোঝাই ট্রাক থেকে প্রায় দুই কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ করেছে পুলিশ। এসময় আরও দুই চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। আরেক চোরাকারবারি পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ভোরে শাহপরাণ (র.) ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বটেশ্বর জালালাবাদ ক্যানটনমেন্ট বোর্ড স্কুলের সামনে পাথর বোঝাই চাপা ট্রাকটি আটক করে তল্লাশি চালালে এই বিপুল পরিমাণ কাপড় জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও এক সহযোগীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার মতিহার থানার মোহননীড় বুধপাড়া গ্রামের শাকিল (৩২) ও একই উপজেলার গণির দালান গ্রামের মারুফ (২৪)। অপর পলাতক ব্যাক্তি হলেন- সিলেট জেলার জৈন্তাপুর থানার ৫নং-ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের রফিক আহমদের ছেলে তাহের (২৫)।

আটককালে ট্রাক থেকে ৬১টি বস্তায় রাখা ৩ হাজার ৯৬২ পিস ভারতীয় শাড়ী ও ২০২ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।