• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতিসংঘ মহাসচিবকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা

admin
প্রকাশিত ০২ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৭:৫০:৪১
জাতিসংঘ মহাসচিবকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা

ফাইল ছবি।
মর্নিং সান অনলাইন ডেস্ক //


ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘দ্ব্যর্থহীন নিন্দা’ জানাতে ব্যর্থ হওয়ার দাবিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ।

ইরানের হামলার পরপরই গুতেরেস ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেও ইরানের নাম উল্লেখ করেননি।

এক বিবৃতিতে কাৎজ বলেন, যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা জানাতে পারেন না, তিনি ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নন।

তিনি বলেন, এর মাধ্যমে ইসরাইলবিরোধী মহাসচিব সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের সমর্থন দিয়ে থাকেন।

মঙ্গলবার ইরানে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গাজায় হামাসের ওপর হামলা ও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এ হামলা করেছে বলে জানিয়েছে তেহরান।

এর আগে লেবানন সীমান্তে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। বুধবার হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তরের প্রধান মোহাম্মাদ আফিফ বলেছেন, সীমান্ত থেকে ইসরাইলকে হটাতে তাদের কাছে যথেষ্ট যোদ্ধা, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।