• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও প্যারেড অনুষ্টিত

admin
প্রকাশিত ০২ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৯:৪৪:৪৫
মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও প্যারেড অনুষ্টিত

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা উপলক্ষে কনস্টেবল হতে নায়েক-এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র) এবং এটিএসআই পদে পদোন্নতির প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
এছাড়াও পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিলেট ডি এম হাসিবুর বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ। এসময় আরআই, পুলিশ লাইন্স, মৌলভীবাজারসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।