নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি //
ডাকাতি হয়ে যাওয়া ৩৯ চোরাই গরু উদ্ধার ও সেই কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং নোহা গাড়ীসহ চার জনকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
গত মঙ্গলবার (০১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ১০নং দেবপাড়া ইউনিয়নস্থ টোলপ্লাজার সামনে গোপলারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক গাড়ি ও নোহা গাড়ী উদ্ধার করে এবং চারজনকে আটক করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএম-এর নেতৃত্বে এসআই/স্বাধীন চন্দ্র তালুকদার, এসআই/পিযুষ কান্তি দেবনাথ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন তাদেরকে আটক করেন।
আটককৃত চার জন হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ব্রাহ্মণগ্রামের মৃত আজমান আলীর ছেলে মোঃ সৈয়দুর রহমান (৩০), সিলেট জেলার উসমানীনগর থানার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার পুত্র মো. শামসুদ্দিন( ২৯), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মো.নরুল মিয়ার ছেলে মো. উজ্জল হোসেন (২১), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে মো. রেফু মিয়া (২৪)।
নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮টার সময় নবীগঞ্জ থানাধীন ৫নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত মডেল বাজার সংলগ্ন ব্রীজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অজ্ঞাতনামা ১২/১৩ জন ডাকাত বাদীর বিভিন্ন রংয়ের ৩৯টি ডেকা বাছুর ও একটি ট্রাক গাড়ী, বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন ৫টি এবং নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় মোঃ এনায়েতুল এনাতুল বেপারী (৩৮) বাদী হয়ে নবীগঞ্জ থানায় দশ জনকে আসামী করে মামলা করেন। তারা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ব্রাহ্মণ গ্রামের মৃত আজমান আলীর ছেলে মোঃ সৈয়দুর রহমান (৩০), সিলেট জেলার উসমানীনগর থানার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার পুত্র মো. শামসুদ্দিন( ২৯), নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের নুরুল মিয়ার ছেলে উজ্জল হোসেন (২১) ও পারকুল গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে রেফু মিয়া (২৪), সিলেট জেলার ঘোয়াইঘাট উপজেলার শালুটিকর গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে রাসেল আহমেদ, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর গ্রামের সোহেল মিয়া, নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আলাউদ্দিন এর পুত্র আবু বকর (৩০), মো.সাধু (২৪), আরমান (২৫) ও মিলন (২৭)।
গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীরা সকলেই ডাকাত চক্রের সদস্য। আসামীরা ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.