মাদ্রাসা ছাত্র নাঈম আহমদ রিয়াদ, ছবি-সংগৃহীত।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রকে চট্রগ্রাম রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) শ্রীমঙ্গল থানার এসআই মো. জাকির হোসেন চট্রগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৮টায় শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের বরুনা গ্রামের আব্দুস সোবহান চৌধুরীর ছেলে মাদ্রাসা ছাত্র নাঈম আহমদ রিয়াদ (১৬) নিখোঁজ হয়। নাঈমের পরিবার তাকে খুঁজাখোঁজি করে তার কোন সন্ধান না পেয়ে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নাঈম এর পিতা। পরে পুলিশ মাদ্রাসা ছাত্র নাঈমকে চট্রগ্রাম থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.