ঢাকা //
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় জানায়, বিগত সময়ে সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত সব মামলা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তাকে আইনি প্রক্রিয়ায় তাৎক্ষণিক মুক্তি দেয়া হবে।
উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এ চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮ মামলা হয়েছে। সেগুলো এখনো চলছে।
এছাড়া বর্তমানে ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত ১ হাজার ৩৪০টি মামলা চলমান। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনে ২৭৫টি মামলা চলছে। এগুলোর মধ্যে ৪৬১টি তদন্তকারী সংস্থায় তদন্তাধীন এবং ৮৭৯টি ৮টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।
ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাকে ‘স্পিচ অফেন্স’ এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে ‘কম্পিউটার অফেন্স’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.