ঢাকা //
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পুরোনো বন্ধুকে ঢাকায় স্বাগত জানাতে পেরে ‘খুবই খুশি’ বলে জানান অধ্যাপক ইউনূস। এসময় সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের ত্যাগ এবং পূর্ববর্তী সরকারের নৃশংসতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন তিনি।
ড. ইউনূস বলেন, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক রয়েছে। একে কাজে লাগিয়ে আরো সামনে এগিয়ে যেতে চাই।
এর আগে দুই নেতা বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে রাজাধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান। সেখানেই তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, এদিন বেলা ২টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে স্বল্প সময়ের সফরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.