প্রতীকী ছবি।
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি //
ফেনীর দাগনভূঞা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ শুক্রবার সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো উপজেলার পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলভি বাড়ির আলা উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৫) ও একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের মাঠে খেলতে যায় শিশুরা। ওই মাঠে পল্লী বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। খেলার সময় অসতর্কতাবশত ছেঁড়া তারে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখব। এতে পল্লী বিদ্যুৎ সমিতির কারও গাফিলতির প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু নিহত হওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.