
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি //
শায়েস্তাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২ অক্টোবর) রাত পৌনে ৯টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) কক্ষে নবাগত অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ এর সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিকরা বলেন, শায়েস্তাগঞ্জ মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করে জেলার বিভিন্ন স্থানে যাচ্ছে। এসব না হয় সকলে সজাগ থাকতে হবে এবং নির্মূল করতে হবে। তবে শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। উপজেলার রেলওয়ে ভেতর মাদক সেবন ও মাদক বিক্রি ও বন্ধ করতে হবে। রাতের বেলা বকাটের অনেক ছেলে ঘুরাফেরা করা বন্ধ করতে হবে। বিভিন্ন স্থানে জুয়ার আসর বসে কিন্তু সেদিকে প্রতিরোধ করতে হবে । যে কোনো অপরাধ ধরা পড়লে কারো কথায় ছেড়ে দিবেন না কিন্তু যাচাই -বাছাই করে শাস্তি দিন । এদিকে সুতাং নদী থেকে বালু উত্তোলন হয় কিন্তু ফসলি জমি ও বাড়ি ঘর অনেক ক্ষতি সাধন হচ্ছে । সেদিকে প্রতিরোধ করতে হবে । অপর দিকে থানায় কোনো মামলায় যাতে নিরপরাধী কারো পুলিশের হয়রানি শিকার না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন , আইনশৃঙ্খলা সহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান। এছাড়া জেল পুলিশ সুপারের দিক নির্দেশনা অনুযায়ী পুলিশের পক্ষ থেকে জনসাধারণের সেবা প্রাপ্তিতে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন ওসি দিলীপ কান্ত নাথ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, এডভোকেট মোঃ শামীম চৌধুরী, আব্দুল হক রেনু, উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিক , উপজেলা মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন,শায়েস্তাগঞ্জ থানার নবাগত তদন্ত ( ওসি) মোঃ সালা উদ্দিন সহ আরো অনেক।