• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

admin
প্রকাশিত ০৫ অক্টোবর, শনিবার, ২০২৪ ১৯:৪৬:২৯
জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস -২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।

পরে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিক্ষক দিবস -২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের পরিচালনায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জালাল উদ্দীন, তৈয়ব আলি ডিগ্রি কলেজের প্রভাষক নোমান আহমেদ খসরু, মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস একাডেমির প্রধান শিক্ষক অন্জনা দেবী নাথ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল ফয়জুর রহমান, চারিকাঠা মাদ্রাসার প্রিন্সিপাল মামুনুর রশিদ সহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ী, দাখিল মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ।