• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

admin
প্রকাশিত ০৫ অক্টোবর, শনিবার, ২০২৪ ২০:০০:০০
সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি //


সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সালুটিকর এলাকায়।

নিহত পুলিশ সদস্য হলেন- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলের কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের (৩৬)।

জানা গেছে, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপ আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।