বিনোদন ডেস্ক //
অভিনয়ে পা রাখতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির কন্যা। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে অভিষেক-সংযুক্তা চ্যাটার্জি দম্পতির কন্যা সাইনা চ্যাটার্জি ডল।
ভারতীয় একটি গণমাধ্যমে সংযুক্তা চ্যাটার্জি জানান, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটুও ভয় পায়নি নবম শ্রেণিতে পড়ুয়া ডল। বরং সকলের সঙ্গে দারুণ মিশে গিয়েছে। দেখে মনে হয়েছে, সেটই যেন তার ঘরবাড়ি!
বাবার পেশা বেছে নেওয়ার বিষয়ে সংযুক্তা বলেন, ‘ডল যা করবে সেটাই আমরা মেনে নেব, আমাদের এই ভাবনা। তাই ওর অভিনয়ে আসা শুধু আমাদের নয়, ওরও ইচ্ছে। তাই সুযোগ আসায় আমি না করিনি। ডল-ও কিন্তু বিষয়টি নিয়ে খুব সহজ।’
এ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অভিষেক-পত্নীর মতে, প্রথম কাজ বড় প্রযোজনা সংস্থার, এটা সকলের হয় না। সেজন্যই ফোন আসার পর সংযুক্তা মেয়ের স্কুলে গিয়ে শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে তাদের অনুমতিও নিয়েছেন।
সাইনা চ্যাটার্জিকে অডিশন দিতে হয়েছে। তা উল্লেখ করে সংযুক্ত বলেন, ‘আমরা কোনো দিন কাউকে বলিনি, ডল অভিনয়ে আসবে। তাই চ্যানেলের পক্ষ থেকে ফোন আসায় একটু অবাকই হয়েছিলাম। তারপর প্রথম লুক টেস্টের জন্য সেটে নিয়ে গেলাম মেয়েকে। ডল কয়েকটি সংলাপ বলল। একবারেই পাস হয়ে গেল! মনে হলো, অভি (অভিষেক) যেন মেয়ের জীবন নিজের হাতে গুছিয়ে দিল। এটাই বুঝি হওয়ার ছিল।’
স্বামী অভিষেকের ছবি সঙ্গে নিয়েই শুটিং সেটে যান সংযুক্তা। সেটের এক পাশে সাজানো থাকবে ছবিটি। যাতে মেয়ে অভিনয় করতে করতেই বাবাকে দেখতে পান। ভরসা পান এই ভেবে যে, বাবা তার সঙ্গেই আছেন। এ বিষয়ে সংযুক্তা বলেন, ‘মেয়ে বাবার কাজের দুনিয়ায় পা রাখতে চলেছে। সেই দৃশ্য বাবা নিজের চোখে দেখবে না, তা কি হয়?’
প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ মার্চ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন অভিষেক চ্যাটার্জি।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.