প্রতীকী ছবি।
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি //
সিলেট-জকিগঞ্জ সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মোগলাবাজার থানা এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের চারমাইল এলাকার মুহিব কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে রাতে রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্যক্তির মুখ খারাপ ভাবে জখম হওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পিবিআই নিহতের আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্ত কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.