মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্টিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) মৌলভীবাজার পুলিশ লাইস এমটি সেডে মাস্টার প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা)। এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরে পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত হয় মাসিক কল্যাণ সভা। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষের সঞ্চালনায় কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।
এছাড়াও সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসারবৃন্দরা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.