• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত, আহত ২

admin
প্রকাশিত ০৭ অক্টোবর, সোমবার, ২০২৪ ২১:১৫:১৬
শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত, আহত ২

প্রতীকী ছবি।
সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) প্রতিনিধি //


সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মামদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।

নিহত ব্যাক্তি হলেন- শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর ছেলে সিরাজ মিয়া ওরফে বিরাট (৫০) ।

জানা গেছে, সোমবার দুপুরের দিকে রাস্তা পাড়ি দেওয়ার সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি মোটরসাইকেল পূর্ব পাগলা ইউনিয়নের মামদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় পৌছালে সিরাজ মিয়াকে ধাক্কা দেয়। যার মোটর সাইকেল নং- (সিলেট-ল ১২-৬৭০৯)। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই মোটরসাইকেল আরোহী চিকিৎসাসেবা নিচ্ছেন।

সড়ক দুর্ঘটনার সত্যতা দ্যা ডেইলি মর্নিং সান’কে নিশ্চিত করেছেন, জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্বাস আলী।