ছবি-সংগৃহীত।
মর্নিং সান অনলাইন //
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। অল্প বয়সে শ্রম, অপুষ্টি, বাল্যবিয়েসহ যেসব সমস্যা শিশুর সঠিক বিকাশের অন্তরায়, সেসব সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।
সোমবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
সরকারপ্রধান বলেন, শিশুরা স্নেহ, মমতা ও মুক্তচিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। আজকের শিশুরাই আগামীর শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলীসহ নানা পেশায় দক্ষ হয়ে উঠবে।
বিশ্ব শিশু দিবস উদযাপনে নেওয়া কর্মসূচিও শিশুর সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব শিশু নিরাপদ ও নিবিড় স্নেহ যত্নে বেড়ে উঠুক, আজকের দিনে এটাই আমার প্রত্যাশা।