• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে দুর্গোৎসব উপলক্ষ্যে দরিদ্র পরিবারের নারীদের শাড়ী উপহার

admin
প্রকাশিত ০৭ অক্টোবর, সোমবার, ২০২৪ ১৮:৫৮:৫৫
শ্রীমঙ্গলে দুর্গোৎসব উপলক্ষ্যে দরিদ্র পরিবারের নারীদের শাড়ী উপহার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র পরিবারের নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) শ্রীমঙ্গল শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ায় সনাতন চেতনা আন্দোলন শ্রীমঙ্গল শাখার পক্ষ থেকে ৫০ জন দরিদ্র পরিবারের নারীকে শাড়ী উপহার দেওয়া হয়।

সনাতন চেতনা আন্দোলনের সভাপতি দেবব্রত দত্ত হাবুলের সভাপতিত্বে ও সম্পাদক বিকাশ বাড়ৈর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সনাতন চেতনা আন্দোলন শ্রীমঙ্গলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার তুষার সরকার, উপদেষ্টা জহর তরফদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেব, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সহ-সভাপতি মনতোষ পাল ভানু, সম্পাদক রাসেন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ দেবরায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, প্রদীপ রায় মনা প্রমূখ।