মর্নিং সান অনলাইন //
সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আগামী পর্যটন মৌসুম শুরুর আগে অর্থাৎ নভেম্বরের আগেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৭ অক্টোবর) সেন্টমার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত করা এবং সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।
আগের সরকারের সময় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের তিনটি পর্যটন স্পট- সেন্টমার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (একবার ব্যবহারযোগ্য) ব্যবহার মুক্ত করার কাজটা শুরু করবো। এটা একদিনে হবে না। কিন্তু আমরা কাজটা শুরু করবো।
তিনি বলেন, সেন্টমার্টিন নিয়ে মন্ত্রণালয় মোটামুটি প্রস্তুত আছে। এর আগের সময়টিতে সেন্টমার্টিন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রবাল দ্বীপ আর বাংলাদেশে কোথাও নেই। এখানে বেশ কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী, পাখি, কাছিম এবং স্তন্যপায়ী প্রাণী আছে। খুবই ছোট এই দ্বীপ। এটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারি সেজন্য সরকার কিছু কাজ আগেই করেছে।
‘পরিবেশ আইনে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। আবার বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মেরিন প্রটেক্টেড এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্বীপটি দিনকে দিন নাজুক হচ্ছে।’
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.