• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের ভাষায় কথা বলছে ভারতের নীতি-নির্ধারকরা: রিজভী

admin
প্রকাশিত ১৩ অক্টোবর, রবিবার, ২০২৪ ২২:৩৮:৩৬
আওয়ামী লীগের ভাষায় কথা বলছে ভারতের নীতি-নির্ধারকরা: রিজভী

মর্নিং সান অনলাইন //


দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক। রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর পর বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারা আবু সাঈদ, মুগ্ধ, ফয়েজকে হত্যা করেছে, তাদের আপনারা খুঁজে পাবেন না এটা কেমন কথা? আপনারা যদি তাদের আইনের আওতায় না আনেন, তা হলে তারা আরও বড় ধরনের নাশকতা করবে।

রিজভী বলেন, আওয়ামী লীগের অনেক নেতা ভারতে চলে গেছেন। ভারত তাদের পাসপোর্ট চেক করেনি। তাদের ভিসাও লাগেনি। অথচ বাংলাদেশের অন্য মানুষ ভারতে গেলে তাদের তো পাসপোর্ট-ভিসা লাগে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে র‌্যাব-পুলিশ বাংলাদেশে দুই মাস গুম করে রাখার পর ভারতে ফেলে দিয়ে এসেছিল। সেখানে তাকে মামলা মোকাবিলা করতে হয়েছে, জেল খাটতে হয়েছে।
রিজভী বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। সে দেশে গণতন্ত্র আছে। তারা কী করে বাংলাদেশকে এক চোখে দেখে? তারা জনগণকে অবজ্ঞা করে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করে। তারা অতিথি হিসেবে গ্রহণ করেছে দুনিয়ার সবচেয়ে ঘাতক রাজনীতিবিদ শেখ হাসিনাকে।

রিজভী বলেন, ভারতের মিডিয়ায় বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বাংলাদেশ শতাব্দীর পর শতাব্দী থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অভূতপূর্ব শান্তিপূর্ণ দেশ দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের ভাষায় কথা বলেছেন ভারতের নীতি-নির্ধারকরা। কারণ তাদের বাংলাদেশের জনগণের বন্ধুত্ব দরকার নেই। তাদের দরকার শেখ হাসিনার বন্ধুত্ব।
এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।