প্রতীকী ছবি।
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি //
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে টাকা পাওনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সাহাব উদ্দিন (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের আলিম উদ্দিনের পুত্র।
জানা যায়, ওই গ্রামের শুকুর আলীর পুত্র আওয়ামী লীগ কর্মী রাফিজুলের কাছে সাহাবুদ্দিন টাকা পায়। গতকাল ওই সময় টাকা আনতে গেলে রাফিজুল, শুকুর আলী, তৌহিদুলের সাথে সাহাবুদ্দিনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সাহাবুদ্দিনের ওপর হামলা করে। এ সময় সাহাবুদ্দিন দৌড়ে পালিয়ে গিয়ে রাস্তায় পড়ে গেলে তারা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। স্থানীয়রা জানান, রাফিজুল, শুকুর আলী, তৌহিদুল তারা আওয়ামী লীগ কর্মী এবং শেখ সামছুল হকের গোষ্ঠী।
বানিয়াচং থানার ওসি কবির হোসেন দ্যা ডেইলি মর্নিং সান'কে বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.