• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু

admin
প্রকাশিত ১৩ অক্টোবর, রবিবার, ২০২৪ ০০:১০:২৯
ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু

ফাইল ছবি।
ময়মনসিংহ প্রতিনিধি //


ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে দুধনই বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুধনই বাজারের মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ও তার ৮ বছর বয়সী মেয়ে লাবিবা।

জানা যায়, মেয়েকে নিয়ে বাড়ি থেকে নৌকাযোগে দুধনই আসছিলেন আবুল কাশেম। আসার পথে ভিমরুল কামড়ানো শুরু করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ইমাম আবুল কাশেম এবং লাবিবা মারা যান।

পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুলের কামড়ে দুইজনের মৃত্যু খুবই দুঃখজনক। বাবা ও মেয়ের একসাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ দাফনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।