ফা্ইল ছবি।
প্রবাস ডেস্ক //
মালয়েশিয়াতে কারখানা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির ইস্কান্দার পুতেরি শহরে কারখানার একটি ভবনে আগুনে দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তারা।
এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন আরও একজন।
রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।
সংবাদমাধ্যমটি বলছে, মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি শহরে সাউদার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক ক্লাস্টারে (এসআইএলসি) অগ্নিকাণ্ডে গুরুতর আহত দুই বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউ স্ট্রেইট টাইমস বলছে, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি গত শুক্রবার রাত ১০টায় মারা যায় এবং দ্বিতীয় ব্যক্তি গতকাল গভীর রাত ২টা ১৫ মিনিটে মারা যায়। জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এম. কুমারাসন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার এসআইএলসি শিল্প এলাকায় চারটি কারখানা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের সময় ৩০ থেকে ৪০ বছর বয়সী ওই দুই ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছিলেন। আগুনে দগ্ধ হওযার পর থেকেই তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল।
অগ্নিকাণ্ডে আহত তৃতীয় ব্যক্তি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। অতি দাহ্য পদার্থ মিথাইল ইথাইল কিটোন (পাতলা)-সহ অন্যান্য দাহ্য পদার্থের কারণে দ্রুত আশপাশের ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.