• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত

admin
প্রকাশিত ১৩ অক্টোবর, রবিবার, ২০২৪ ০০:৪৭:৩৪
লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত

প্রতীকী ছবি।
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার গুণিপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ফরিদ খান (৮০) মৃত ছাবু মিয়া খানের ছেলে।
সুত্র জানায়, নিহত ফরিদ খান ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে আহত অবস্থায় চিকিৎসাধীন শেষে মারা যান।

নিহতের স্বজনদের ও এলাকাবাসী সুত্রে জানা যায়, করাব ইউনিয়নের গুনিপুর গ্রামের গত ১৫ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নুরুল আমীন খান গং ও সোরাব মিয়া গংদের মাঝে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। নিহত ফরিদ খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ঘটনায় উভয় পক্ষে লাখাই থানায় মামলা দায়ের করেছে। বর্তমানে মামলাগুলি তদন্তাধীন রয়েছে।

এদিকে ফরিদ খানের নিহতের সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে পরিবারের মাঝে নেমে আসে শোকের ছায়া। সরজমিনে গিয়ে দেখা গেছে গুনিপুর গ্রামের সোরাব মিয়ার পক্ষের লোকজন পুরুষ শূন্য।

এ বিষয়ে দ্যা ডেইলি মর্নিং সান’কে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, নিহতের সংবাদ পাওয়ার পর গুনিপুর গ্রামে পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ ও আয়াত উল্যাহসহ একদল পুলিশ যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।