লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি //
হবিগঞ্জের লাখাই উপজেলায় পর্দাপ্রথা নিয়ে কটাক্ষকারী লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের চাকুরিচ্যুতি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ অক্টোবর) উপজেলার কালাউক সড়ক বাজারে বেলা ১১টার দিকে সচেতন নাগরিক সমাজ, লাখাইয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী মিসবাহ উদ্দিন সবুজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুড়িয়াউক দারুচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শরীফ উদ্দিন, মাওলানা আলী আজম, মাওলানা আশরাফুল ইসলাম সোহাগ, মাওলানা মুখলিছুর রহমান, মুফতি মুজাহিদুল ইসলাম মাহফুজ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দাল হোসাইন, মাওলানা মঈনুদ্দিন, মাওলানা ফাইজুল ইসলাম ফয়েজী,হাফেজ জুনাইদ আহমেদ, মুফতি হিফজুল ইসলাম, মাওলানা আকরাম হোসাইন, মোহাম্মদ শাহীন আলম,রাফিজুল ইসলাম, ওয়াহেদ মুরাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ইসলাম ধর্মীয় পর্দাপ্রথা নিয়ে কটাক্ষ করায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হককে চাকুরিচ্যুত ও অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, কয়েকদিন আগে জনৈক শিক্ষিকা উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে ছুটির আবেদন নিয়ে গেলে শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষিকাকে পর্দা নিয়ে কটাক্ষ করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে শুরু হয় তোলপাড়।