• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

admin
প্রকাশিত ১৪ অক্টোবর, সোমবার, ২০২৪ ০০:১৬:১৮
মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

ফাইল ছবি।
ঢাকা //


মঙ্গলবার (১৫ অক্টোবর) দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এবার প্রধানমন্ত্রীর পরিবর্তে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল ঘোষণা করবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। এর মধ্যে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড নিয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের জন্য প্রস্তুত।

অধ্যাপক তপন কুমার আরো জানান, আগের বছরগুলোর মতো এবার প্রধানমন্ত্রীর মাধ্যমে ফল ঘোষণা না করে বোর্ডগুলো নিজস্ব উদ্যোগে ফলাফল প্রকাশ করবে। বেলা ১১টায় ওয়েবসাইটে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল পাওয়া যাবে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৮ হাজার ৭৬ জন শিক্ষার্থী, আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন।

অতীতের ধারাবাহিকতায় আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেয়া হতো এবং প্রধানমন্ত্রী তা ঘোষণা করতেন। এরপর শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত দিতেন। তবে এবার অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়ায় পরিবর্তন এনে বোর্ডগুলোকে সরাসরি ফল প্রকাশের দায়িত্ব দিয়েছে।