শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি //
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ আঞ্চলিক হাঁস প্রজনন খামার দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অফিস সহকারি রিপন দীর্ঘ ১০ বছর ধরে ওই প্রতিষ্ঠানে অবস্থান করে রামরাজত্ব কায়েম করছে। তাকে সহযোগিতা করে আসছেন ব্যবস্থাপক নাজিম উদ্দিন।
শায়েস্তাগঞ্জ এলাকাবাসী এদের অপকর্মের বিরুদ্ধে গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পত্রিকা বিক্রেতা সাত্তার মিয়াসহ অর্ধশত লোক লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, ২০১৬ সালে অফিস সহকারি রকিবুল হাসান রিপন যোগদানের পর থেকেই এলাকায় অফিসে অনিয়ম ও দুর্নীতি শুরু করেছেন। এলাকাবাসীর কাছে সরকার নির্ধারিত মূল্য ৩২ টাকায় বিক্রি না করে রাতের আধারে অধিক দামে হাঁসের ডিম বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।
এ বিষয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে হুমকি ধামকিসহ মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রিপন ও নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে অফিসে চাকরির সুবাদে বড় সিন্ডিকেট গড়ে তুলেছেন। এ ছাড়া রিপন মিয়া ভ্যাটানারী চিকিৎসক না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে হাঁস, মুরগি ও পশুর চিকিৎসা করছেন। তার অপচিকিৎসায় গত বছরের ১৮ ফেব্রুয়ারি কৃষক ইকবাল মিয়ার একটি গরু মারা যায়। এ বিষয়ে পত্রিকায় সংবাদ হলেও টনক নড়েনি প্রশাসনের। উল্টো রিপন ওই কৃষককে হুমকি দেয়। এরকম আরও অনেক অভিযোগ রয়েছে রিপনের বিরুদ্ধে। সম্প্রতি নাজিম উদ্দিন নাসিরনগরে বদলী হলেও বহাল তবিয়তে রয়ে গেছে। এবিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.