দ্য ডেইলি মর্নিং সান অনলাইন ডেস্ক //
নাইজেরিয়ায় একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে দেশের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে।
দেশটির পুলিশ মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি তেলের ট্যাঙ্কার উল্টে গিয়ে রাস্তার পাশে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা এই তেল সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণের শিকার হন।
এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৫০ জনের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।
এ ধরনের দুর্ঘটনা আগে গত মাসেও ঘটেছিল। নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছিল। নাইজেরিয়ার প্রধান সড়কগুলোতে প্রায়ই ট্রাক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.