• ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাওলানা ভাসানীর অবদান অস্বীকার: নাহিদ ইসলাম

admin
প্রকাশিত ১৬ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৬:২৩:৫৫
মাওলানা ভাসানীর অবদান অস্বীকার: নাহিদ ইসলাম

ছবি-সংগৃহীত।
ঢাকা //


তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শুধু শেখ মুজিবুর রহমান নয়, অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উদাহরণ হিসেবে বলেন, মাওলানা ভাসানীর অবদান অস্বীকার করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

নাহিদ বলেন, যেসব দিবস গুরুত্ব নয় এবং শুধু আওয়ামী লীগের দলীয় দিবস সেগুলোই বাতিল করা হয়েছে।গণঅভ্যুত্থানের চেতনায় ৫ আগস্ট নতুন দিবস হিসেবে যুক্ত হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

শেখ মুজিবুর রহমানের সুনাম আওয়ামী লীগ নষ্ট করেছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ৭ মার্চের ভাষণের গুরুত্ব রয়েছে। তবে জাতীয় দিবস হতে পারে না। শেখ মুজিবুর রহমানকে দেশের মানুষ জাতির জনক মানে না বলেও মন্তব্য করেন তিনি।