• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে টমটম চালকসহ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ১৬ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৭:১৪:২৫
শ্রীমঙ্গলে টমটম চালকসহ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক ঘটনায় খায়ের (৩৫) নামের এক টমটম চালকসহ অজ্ঞাত (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা বাগানের ১১ নং সেকশন থেকে টমটম চালক আবুল খায়ের এর গলাকাটা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল খায়ের শহরতলীর মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে।

নিহতের ভাই আবুল বাশার জানান, তার ভাই গতকাল রাত ১১টা থেকে নিখোঁজ ছিল। সকালে ভাইয়ের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, তাদের সাথে কারো শত্রুতা নেই। তার ভাইয়ের টমটমটিও খোঁজে পাওয়া যাচ্ছেনা। এছড়াও শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ী এলাকা থেকে অজ্ঞাত (২৫) বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগেই ওই নারী মারা গেছেন। তবে কিভাবে মৃত্যু হয়েছে এবং মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুটি ঘটনাই পরিকল্পিত। তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।