• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক ১

admin
প্রকাশিত ১৬ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৭:১৭:৪৬
শ্রীীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক ১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. আমিনুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও চা বাগানের ফেক্টরির সমানে থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেন। মো. জুয়েল মিয়া (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জুয়েল মৌলভীবাজার সদর উপজেলার গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর শ্রীমঙ্গল পৌর এলাকার আরামবাগ এলাকা থেকে মিলন রবিদাস নামের এক ব্যক্তির হিরো হোন্ডাটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মিলন বাদী হয়ে একটি মামলা দয়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।