• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্র আন্দোলন ঘিরে আঁকা গ্রাফিতি ঘুরে দেখলেন ইউনূস

admin
প্রকাশিত ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ০২:০২:৪৩
ছাত্র আন্দোলন ঘিরে আঁকা গ্রাফিতি ঘুরে দেখলেন ইউনূস

ঢাকা //


অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্র আন্দোলন ঘিরে আঁকা গ্রাফিতি ঘুরে দেখেন।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ থেকে বিষয়টি জানা যায়।

ফেসবুক পেইজে বেশকিছু ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে ঘুরে গ্রাফিতি দেখছেন। কিছু কিছু ছবিতে দেখা যায়, তিনি গ্রাফিতি বিষয়ে কথা বলছেন। একটি ছবিতে শেখ হাসিনার একটি কার্টুন। সেখানে লেখা ‘নাটক কম করো পিও।’ এই গ্রাফিতি দেখে বেশ মজা পেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি হাসছিলেন।

এই ছবিতে প্রচুর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, অধিকাংশই হাসির প্রতিক্রিয়া। অনেকেই নানারকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, হাসি চেপে রাখা অসমম্ভব। আরেকজন লিখেছেন, এটাই সেরা।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে শেয়ার করা একাধিক ছবির এই পোস্টের ক্যাপশন ছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, ক্রীড়া বিষয় উপদেষ্টা আসিফ মাহমুদসহ অনেকেই।