• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাজারে ভোজ্য তেলের দাম কমাতে ভ্যাট ছাড়

admin
প্রকাশিত ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৫৫:১০
বাজারে ভোজ্য তেলের দাম কমাতে ভ্যাট ছাড়

অর্থনৈতিক রির্পোটার //


বাজারে ভোজ্য তেলের দাম কমাতে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা পৃথক দুটি আদেশে ভোজ্য তেলে ভ্যাট কমানো হয়।

প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।

দ্বিতীয় আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।