• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আনুপাতিক নির্বাচন পদ্ধতির জন্য সমাজ প্রস্তুত নয়: রিজভী

admin
প্রকাশিত ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৩৭:০৮
আনুপাতিক নির্বাচন পদ্ধতির জন্য সমাজ প্রস্তুত নয়: রিজভী

নরসিংদী প্রতিনিধি //


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা দেশের জন্য জটিলতা তৈরি করবে এবং এর মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তির মদত দেয়া হবে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সুপরিকল্পিতভাবে কোনো জটিলতা তৈরি করবেন না।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের পদ্ধতির জন্য আমাদের সমাজ এখনো প্রস্তুত নয়। এই পদ্ধতি জটিলতা সৃষ্টি করবে এবং এর ফলে স্বাধীনতাবিরোধীরা লাভবান হবে। নতুন কোনো পদ্ধতি চালু করতে হলে তা সমাজ ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।’

তিনি আরো বলেন, ‘নেপালে এই পদ্ধতি চালু হয়েছিল এবং এলোমেলো অবস্থা সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের অনেকে এ বিষয়ে কথা বলছেন, কিন্তু এটা নির্বাচন ব্যবস্থাকে আরো দুর্বল করবে। আনুপাতিক নির্বাচন ব্যবস্থাটা বুঝতেই ৫-১০ বছর লেগে যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, সদস্যসচিব মনজুর এলাহী এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।