• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছিনতাইকারীদের চিনে ফেলায় খুন হলেন টমটম চালক আবুল

admin
প্রকাশিত ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ০১:২০:০৯
ছিনতাইকারীদের চিনে ফেলায় খুন হলেন টমটম চালক আবুল

এম মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে উদ্ধার করা টমটম চালকের হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনার ২৪ ঘন্টার ভিতরেই রুবেল আহমদ সাগর ওরফে জসিম (৩০) নামের এক ঘাতককে গ্রেপ্তার করে হত্যা রহস্য উদঘাটন করতে পেরেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত জসিম উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

বুধবার (১৬ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌকির আহমেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে সনাক্ত ও আটক করেন। পরে জসিমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে। পরবর্তীতে নিহত টমটম চালক আবুল খায়েরের স্ত্রী সুমনা আক্তার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার রহস্য উদঘাটন করতে গ্রেপ্তারকৃত আটককৃত জসিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে সে পুলিশকে জানায় ঘটনার সময় তার সাথে আরও ৩/৪জন ছিল। তারা ১৪ অক্টোবর রাত ৯টার দিকে আবুল খায়েরের টমটমটি ছিনতাইয়ের উদ্দেশ্যে কালীঘাট চা বাগানের নির্জন স্থানে নিয়ে যায়। আবুল খায়েরের কাছ থেকে জোর করে টমটম ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। এসময় আবুল খায়ের ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকে ধারালো অস্ত্র (চাকু) দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে টমটম নিয়ে পালিয়ে যায় তারা।

গ্রেপ্তারকৃত জসিমের স্বীকারোক্তির পর বুধবার রাত ৪ টার দিকে পুলিশ জসিমের বাসা থেকে ঘটনার সময় পরিহিত রক্তমাখা সার্ট-প্যান্ট শনাক্ত করে আলামত হিসেবে জব্দ করে।

উল্লেখ্য, মঙ্গলবার ১৫ অক্টোবর শ্রীমঙ্গল কালীঘাট চা বাগান থেকে টমটম চালক আবুল খায়েরের মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল খায়েরের মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর নেতৃত্বে কাজ শুরু করে পুলিশ। এ ঘটনার ২৪ ঘন্টার ভিতর টমটম চালকের মৃত্যু রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শ্রীমঙ্গল থানা।

অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি মর্নিং সান’কে বলেন, বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।