মোঃ আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুরে বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল আনূমানিক ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) জৈন্তাপুর ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান বালু-পাথর জব্দ করা হয়। এসময় পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সদস্যসহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সকালে সারি নদী বালু মহাল সংলগ্ন পাখি বিল নামক স্থান থেকে সাত হাজার ঘনফুট বালু, কামরাঙ্গিখেল দক্ষিণ হতে তিন হাজার ঘনফুট, স্কুলের ঘাট হতে পাঁচ হাজার ঘনফুট, রাংপানি নদী সংলগ্ন ৪ নং বাংলা বাজার হতে পণেরো হাজার ঘনফুট বালু ও বারোহাজার ঘনফুটের অধিক পাথর জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু ও পাথর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সদস্য ছাড়াও ট্রাক-বালু, পাথর শ্রমিক ইউনিয়নের সভাপতির জিম্মায় রাখা হয়।
এ বিষয়ের সত্যতা দ্য ডেইলি মর্নিং সান’কে নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। তিনি বলেন, অবৈধ বালু-পাথর উত্তোলণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।