ছবি-সংগৃহীত।
দ্য ডেইলি মর্নিং সান অনলাইন //
আগামী ডিসেম্বরের মধ্যে দৈনিক আমার দেশ পুনঃপ্রকাশ শুরু হবে বলে জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মাহমুদুর রহমান বলেন, ছাপাখানা নতুন করে তৈরি করতে টাকার দরকার, তা আমাদের নাই। এটা সময় সাপেক্ষ ব্যাপার। অন্য প্রেস থেকে ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অফিস সেটআপ করা এখন চ্যালেঞ্জ। ডিসেম্বরের মধ্যে আবার আমার দেশ পত্রিকা প্রকাশিত হবে।
ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে তিনি বলেন, মেশিনসহ বিভিন্ন জিনিস মিলিয়ে ২৫ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সঙ্গে কাগজ নষ্ট হয়েছে আরও ১০ কোটি টাকার। আমার দেশ পত্রিকার প্রেসের ক্ষতি হয়েছে ৩৫ কোটি টাকা। সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হয় এমন সব আইনের বিরোধিতা করি।
আমার দেশ সম্পাদক বলেন, ফ্যাসিবাদী সরকার ১১ বছর ধরে আমার দেশ পত্রিকার ছাপাখানা ধংসস্তুপে পরিণত করেছে। প্রশাসন আমাকে বুঝিয়ে দিতে গেলে দেখা যায় কিছুই অবশিষ্ট নাই। সব লুটপাট করে নেওয়া হয়েছে। শেখ হাসিনা আমাকে টুকরো করতে না পেরে আমার প্রেসকে টুকরো করেছে। এটাই ফ্যাসিবাদের চরিত্র।
মাহমুদুর রহমান বলেন, ইন্সুরেন্সের টাকা পেতে চাই বলে নিজেরাই আগুন দিয়েছি এমন অপবাদ দেয় তখনকার সরকারের মন্ত্রীরা। আমার দেশ পত্রিকা ধ্বংস করায় অধিকাংশ মালিক সম্পাদকরা আনন্দিত হয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠার পেছনে যেমন বাহিনীর ভূমিকা ছিল, তেমনি মিডিয়ার ভূমিকাও ছিল।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.