জালাল উদ্দিন, ছবি-সংগৃহীত।
স্টাফ রির্পোটার //
আপনার বহুল প্রচারিত দ্য ডেইলি মর্নিং সান পত্রিকায় বিগত শুক্রবার (১১ অক্টোবর) সাবেক মন্ত্রী ইমরানসহ পঞ্চপান্ডব নেতা জালাল উদ্দিন অল্পদিনে হাজার হাজার কোটি টাকার মালিক! শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি জালাল উদ্দিন বিশিষ্ট একজন ব্যবসায়ী হিসেবে উক্ত সংবাদের ভিন্নমত পোষণ করছি ও সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি দীর্ঘদিন থেকে ইমর্পোট ও এক্সর্পোটসহ দেশে-বিদেশে পাথর-বালু, কয়লার ব্যবসা অতি সুনামের সহীত করে আসছি। সম্প্রতি আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রি মহল বিভিন্ন ভাবে উটেপড়ে লেগেছে। এছাড়া আমার স্থাবর-অস্থাবর যে সকল সহায় সম্পত্তি রয়েছে তার বেশির ভাগই ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসতেছি। কিন্তু উক্ত সংবাদে অতিরঞ্জিত কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে। এতে আমি মানসিক ভাবে বিপর্য্যস্থ্যবোধ করছি। ইহা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বানোয়াট। আমি একসময় সরকারের শীর্ষ রাজস্ব করদাতা ছিলাম। আমার পরিশ্রমের টাকায় সহায় সম্পত্তি গড়ে তুলেছি। তাই অদূর ভবিষ্যতে যাতে এরকম মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করা না হয় সেই ব্যাপারে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকরা জাতির দর্পণ তাই এরকম বানোয়াট সংবাদ প্রকাশ থেকে বিরত হয়ে বস্তু নিষ্ট সংবাদ প্রকাশে একাত্বতা পোষণ করছি। অদূর ভবিষ্যতে এরকম সংবাদ প্রকাশিত হলে আমি আইনের দ্বারস্থ্য হবো। তাই সাংবাদিকদের প্রতি সম্মান রেখে এ ধরণের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনূরোধ করছি।
জালাল উদ্দিন প্রেরিত প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করেন ২০০৮ সাল থেকে তিনি ও তার চার ভাই সিআইপি হিসেবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগীতা করে আসছেন। তিনি বলেন, মৌরসি সম্পত্তিসহ ক্রয়কৃত ভূমি ছাড়া অন্য কোন ভূমি দখলে রাখেননি। তিনি এসব ভূমির নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করে ভোগদখলে রয়েছেন।প্রেস বিজ্ঞপ্তি।