• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত যাবার সময় আটক ৬

admin
প্রকাশিত ১৯ অক্টোবর, শনিবার, ২০২৪ ০০:৩৩:১৪
ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত যাবার সময় আটক ৬

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জ জেলার মাধবপুরের ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মঈনুল আলম জানান- গতকাল শুক্রবার সকালে বিজিবি সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নরসিংদীর পলাশ উপজেলার সান্নের বাড়ি গ্রামের ফনিন্ড সরকারের ছেলে শ্রী প্রসন্ন সরকার (৫৫) তরণী ভৌমিকের মেয়ে শ্রীমতি প্রিয় বালা ভৌমিক (৮৬), তাপস রায়ের মেয়ে শিল্পী রায় (৪২) তাপস রায়ের ছেলে শুভ রায় (১৩) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাগি গ্রামের চন্নধর মল্লিকের ছেলে জীবন মল্লিক (১৭) এবং গৌর মল্লিকের ছেলে শ্রী শান্ত মল্লিক (১৬) আটক করে মাধবপুর থানা পুলিশে সোপর্দ করে।

অফিসার ইনচার্জ আবদুল আল মামুন দ্য ডেইলি মর্নিং সান’কে জানান এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।