স্পোর্টস রির্পোটার //
হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সালেহ আহমেদ লক্ষ টাকার টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ১ম রাউন্ডের ১৫তম ম্যাচে সিলেট ক্রিকেট টিমের বিপক্ষে ৯৫ রানে জয়ী হয় নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের ক্রিকেট টিম নিমছায়া ক্রিকেটার্স।
ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নিমছায়ার মোঃ আজহার ও গেইম চেইঞ্জার মিশকাত। এতে অধিনায়কত্ব করেন শাওন আহমেদ নোমান। টিমের অন্যান্য খেলোয়াড় হলো তৌফিক আহসান, শিপন, আশিক, ফয়সল, আশিক, ফরহাদ, তন্ময়, মুরাদ।
এসময় মাঠে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেন মনি, আশরাফুল হক সাকিল, প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক এস এম হেলালুর রহমান তুর্কী, আহবায়ক মুস্তাফিজুর রহমান রাসেল, যুগ্ম আহবায়ক জাহিদুল হাসান রিয়াজ, জুয়েল চৌধুরী, আহমেদ শোয়াইবসহ অনেক নেতৃবৃন্দ।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.