বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি //
হবিগঞ্জের বাহুবল উপজেলায় কবরস্থানে গরু চরানোতে বাধা দেওয়ার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে (৫২) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ তাকে আদালতে তুললে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার আব্দুল হান্নান উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুস শহিদের ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম দ্য ডেইলি মর্নিংসান’কে জানান, গতকাল শনিবার ভোরে র্যাব-শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল উপজেলার রামপুর চা বাগানের ম্যানেজার বাংলোয় অভিযান চালায়। সেখান থেকে আব্দুল হান্নানকে আটক করে।
র্যাব তাকে আটকের পর বাহুবল মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাজুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে।
নিহত তাজুল ইসলাম বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি গ্রামের কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না বলে এলাকাবাসী সিদ্ধান্ত নিলে দক্ষিণপাড়ার সোনাহর মিয়া তা অমান্য করেন। তিনি গত ৯ অক্টোবর সকালে কবরস্থানে গরু-ছাগল চরাতে গেলে তাজুল বাধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে সোনাহরের লোকজন তাজুলের হামলা করেন। সে সময় বুকে আঘাতপ্রাপ্ত ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
পরে ১৩ অক্টোবর নিহত তাজুলের ছোট ভাই সাইদুল ইসলাম বাহুবল মডেল থানায় নয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।