• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনা ও পুত্র জয়সহ ৪২ জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

admin
প্রকাশিত ২১ অক্টোবর, সোমবার, ২০২৪ ১৭:০০:১৮
শেখ হাসিনা ও পুত্র জয়সহ ৪২ জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

ছবি-সংগৃহীত।
আদালত প্রতিবেদক //


গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৪২ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হয়েছে। হুমায়ূন কবির নামে এক ব্যবসায়ী এই অভিযোগ করেছেন।

সোমবার (২১ অক্টোবর) প্রসিকিউশন কার্যালয়ে তিনি অভিযোগটি জমা দেন।

এছাড়া আসামির তালিকায় রয়েছেন— সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা।

পরে হুমায়ূন কবির জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর তাকে তুলে নিয়ে ১১ দিন ‘আয়না ঘরে’ বন্দি করে রাখা হয়। এসময় তাকে ইলেকট্রিক শক, হাত-পা, চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়।