জেলা প্রতিনিধি হবিগঞ্জ//
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরজত আলী ও ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান রুমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখনও প্রকাশ্যে ঘুরলেও রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। গত ১৬ অক্টোবর আগুয়া গ্রামে কাজি শামীম আহমেদ বাদি হয়ে হত্যা চেষ্টা মামলা করেন। আরজত আলী, পিতা সুলতান উল্লা এ মামলার ১১ নং আসামি। এ ছাড়া সাদিকুর রহমান রুমান ৩নং আসামি। এরপরও তারা প্রকাশ্যে ঘুরছে। কিন্তু প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না।
সদর ওসি আলমগীর কবির জানান, যেহেতু মামলা হয়েছে। পুলিশ তাদের খোঁজছে। অচিরেই গ্রেফতার হবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.