স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) চোরাই পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। সোম ও মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করে প্রায় দেড়কোটি টাকা মূল্যের উর্ধ্বে ভারতীয় পণ্য উদ্ধার করে। তবে রহস্যজনক হলেও সত্য যে, ভারতীয় পণ্য জব্দ হলেও চোরাকারবারি রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে আইনের ধরা ছোয়ার বাহিরে।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- তাদের পৃথক টিম সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সোম ও মঙ্গলবার অভিযান চালিয়ে ৭০২ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৭৪ পিস সানগ্লাস, ৬২৯ মিটার মকমল থানকাপড়, ৩৮৭ বোতল অলিভ অয়েল, ২ হাজার ৪১১ পিস সাবান, ১ টাটা ট্রাক, ১৬ বোতল মদ, ৪টি বিয়ার, ১ হাজার ১৮৫ কেজি বাংলাদেশী রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২১টি নৌকাসহ বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ১ কোটি ৬২লাখ ৯২ হাজার ৫৭০ টাকা।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.