শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী আন্ত: শ্রেণি ও আন্ত: শাখা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে স্থানীয় এনজিও সংগঠন এমসিডা’র আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর আমির হোনেস,মনিটরিং অফিসার মো: রুকনুজ্জামান ও এমসিডার সভাপতি মো: মিজানুর রহমান আলম।
অনুষ্ঠানে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী মো: ইউসুফ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: সাইফুর ইসলাম, সহকারী প্রগ্রোমার নাজমুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার দেব, পানি উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ। এর আগে বিজ্ঞান মেলা পরিদর্শন করেন নডর ডমস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলার্স ক্রুজ, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, স্কালের সহকারী প্রধান শিক্ষব মো: আব্দুর রহমান, বিজ্ঞান মেলার আহবায়ক বিধান চন্দ্র দত্ত ও শিক্ষক সুর্ধেন্দু ভট্টাচার্য্য প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানিদের হাতে পুরস্কার তুলে দেন।