ফাইল ছবি।
চট্রগ্রাম প্রতিনিধি //
সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এ বিষয়ে নগর পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শীর্ষ এক কর্মকর্তা জানান, সাবেক নির্বাচন কমিশন সচিবকে গ্রেপ্তারের তথ্যটি সঠিক, তাকে চট্টগ্রাম থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিস্তারিত জানাবে।
উল্লেখ্য, সাবেক নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকায় একাধিক মামলা দায়ের হয়েছে।