• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

admin
প্রকাশিত ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ০০:৩৬:৪১
হবিগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

জুয়েল চৌধুরী, জেলা প্রতিনিধি হবিগঞ্জ //


গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বৃদ্ধিসহ স্থানীয় অংশীজনদের ভূমিকা বাড়াতে হবে।‘‘অল্প সময়ে, সল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে” এই স্লোগানকে জনসাধারণের মাঝে ব্যাপক হারে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে গ্রাম আদালত সক্রিয়করণ সম্পর্কিত অংশীজনদের সাথে সমন্বয় সভায় বক্তারা একথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বক্তারা আরও বলেন- গ্রাম আদালত যত বেশি সক্রিয় হবে ততবেশী মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। পারিবারিক নির্যাতন, বাল্য বিবাহ, গুষ্টিগত দাঙ্গাসহ সামাজিক অস্থিরতা কমে আসবে। থানা এবং আদালতে মামলার ঝট কমে যাবে।

জেলা ব্যবস্থাপক মোঃ হারুন অর রশীদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার সুস্মিতা সাহা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান চৌধুরী, প্রমুখ।