রিমন আহমদ, ছবি-সংগৃহীত।
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি //
সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত ব্যক্তি হলেন, উপজেলার রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে রিমন আহমদ (২২)। সে পেশায় একজন গ্যাস চালিত অটোরিকশা (সিএনজি) চালক।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ মাইজভাগ গ্রামে।
জানা গেছে, বিগত কয়েকদিন থেকে রিমনের চাচাতো ভাই বদরুল ও সাদিকের মধ্যে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় ভাবে এনিয়ে সালিশ বৈঠক হলেও কোন সমাধান হয়নি। সম্প্রতি সাদিক সেই মোটরসাইকেলটি আটকে রাখেন। এনিয়ে উভয়ের মধ্যে শুক্রবার সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। তখন রিমন আহমদ বদরুলের পক্ষ নেন। একপর্যায় সাদিক উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। পরে স্থানীয়রা রিমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, হত্যাকান্ডের ঘটনায় জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.